অঙ্কুর থেকে শিক্ষার্থীদের মানসিক বিকাশে' শুরু হলো এসো গল্প করি' শীর্ষক সাপ্তাহিক কার্যক্রম
আইএইচএফ হোম-স্কুলিং প্রজেক্ট শুরুর পর শিক্ষক-শিক্ষিকারা লক্ষ্য করেছেন করোনা মহামারিকালীন সময়ে ঘরে এভাবে থাকতে থাকতে অনেক শিশুই লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলছে ও সেইসাথে তারা মানসিকভাবে একটা অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এজন্য ইট্স হিউম্যানিটি ফাউন্ডেশনের অন্যতম একটি উদ্যোগ শিশু কল্যাণ কেন্দ্র-অংকুর থেকে ১৫ই জুলাই, ২০২০ থেকে আমরা কয়েকজন শিশুকে নিয়ে আলাদাভাবে চেষ্টা করেছি 'স্টোরি টেলিং' এর মাধ্যমে ওদের মানসিকভাবে সাপোর্ট করার এবং পাশাপাশি আলাদা আলাদা করে কথা বলে বাচ্চাদের একটু ভালো সময় দেয়ার।এছাড়াও ওদের পারিপার্শিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় ও কিভাবে নিজেরাই নিজেদের সুরক্ষিত রাখবে সেই সম্পর্কে আলাদাভাবে কথা বলা হয় শিশুগুলোর সাথে।
ঈদের পরবর্তী সময়ে যাতে করে শিশুরা একেবারেই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তাই আইএইচএফ স্কুলের সকল ব্রাঞ্চে সপ্তাহে অন্তত একদিন করে ছোট পরিসরে আমাদের অংকুর কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করেছি।