IHF has launched ‘Project Homeschooling’ for accelerating the education of its students in COVID-19 Lockdown
Students, their parents, and educators around the world are feeling the extraordinary ripple effect of the novel coronavirus as schools are shutting down and quarantine methods are being ordered to cope with the global pandemic. To cope with the gap of continuing the education to students, different methods of learning have been started everywhere and also in our country like digital learning sessions in YouTube, Online classes through Zoom or other Medias, and daily lessons for every class in national TV channels. As IHF runs schools for underprivileged children, unfortunately they hardly have access to any of this Medias. But, as we are committed to give constant support to these kids so that, they can get educated like other privileged children IHF team came up with a plan for them. We launched our Project Homeschooling in all our campuses for different classes in Tongi and Saidpur in the first week of July 2020.
Under this project, we are providing hand-made notes by our teachers for students of class 1 – class 7 dividing students in different groups. Every week, parents will come and collect the notes and home-worksheets by maintaining proper safety measures from school and then next week, they will come to collect the next week’s notes and will also submit the previous week’s home works. All the teachers of IHF schools are assigned for individual group of students to check with them through phone and if needed, they will go to visit them to solve their problems with maintaining proper safety measures. After finishing 1 month of this project, we will do adequate evaluation with the feedbacks and will improvised our plans if needed. Besides continuing the traditional lessons, IHF started continuing the activities under Ankur-Child Brain Development wing of IHF by also sharing interactive notes and worksheets with different objects for its students so that, uncertain lockdown can have less impact on their mind. With the feedback of last three weeks of activities under Homeschooling, we are hopeful to make it more affective and useful in coming days for IHF children.
করোনা মহামারীতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে আইএইচএফ স্কুলে শুরু হয়েছে প্রজেক্ট হোমস্কুলিং
মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সাময়িক বন্ধ রাখার পর দেশব্যাপী অনলাইন ক্লাস শুরু হলেও আমাদের আইdএইচএফ স্কুলের শিশুগুলোর জন্য সেটা একেবারেই সম্ভব ছিলোনা কারণ ওদের বেশিরভাগেরই বাসায় টিভি তো দূরে থাকে আমাদের নূর নগর এলাকার হঠাৎ বস্তি যেখানে আমাদের স্কুলের বাচ্চারা থাকে সেখানে এখনো পর্যন্ত ইলেক্ট্রিসিটিই পৌঁছায়নি। কিন্তু বাচ্চাগুলোর প্রতি আমাদের দায়িত্বটা আমরা এড়িয়ে যেতে পারিনা। তাই ওদের লেখাপড়া ও মানসিকভাবে যাতে ওরা একটু সুস্থ থাকতে পারে তারজন্য আমরা শুরু করেছি আমাদের নতুন প্রজেক্ট আইএইচএফ হোমস্কুলিং।
সাধারণত এমন বস্তি এলাকাগুলোতে অভিভাবকদের সাড়া পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার কারণ দিনমজুর হওয়ায় কাজের তাগিদে অভিভাকদের ছুটতে হয় প্রতিনিয়ত। কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে অভিভাবক ও আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কাজ করছেন একত্রভাবে। বাবা-মায়েরা স্কুলে আসেন সপ্তাহে একদিন ও পড়া বুঝে নেন শিক্ষক-শিক্ষিকাদের থেকে আর সাথে নিয়ে যান তাদের হাতে লেখা নোটগুলি ও শিশুদের মূল্যায়নের জন্য দেওয়া হয় ওয়ার্কশীট। তারপর সেগুলো বাসায় গিয়ে তারা তাদের বাচ্চাদের বুঝিয়ে দেন। এভাবে সপ্তাহ শেষ হওয়ার পর আবারো বাবা-মায়েরা স্কুলে আসেন বাচ্চাদের বাড়ির কাজ শিক্ষকদের কাছে জমা দিতে। শিক্ষকেরা সেগুলো দেখে ঠিক করে দেন ও নতুন সপ্তাহের কাগজগুলি বুঝিয়ে দেন। পুরো সপ্তাহ জুড়ে আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ভাগ করে করে বাচ্চাদের বাসায় গিয়ে গিয়ে নিরাপদ দূরত্বে বসে পড়া বুঝিয়ে আসেন যেন বাচ্চাদের পড়া বুঝে বাসার কাজ শেষ করতে সমস্যা না হয়।